বাংলা কবিতা, হাবিজাবি - আমারে মাইরা ফেলনের এউগা কবিতা, কবি সুবিমল বসাক - কবিতা অঞ্চল
কবিতাহাবিজাবি – আমারে মাইরা ফেলনের এউগা
কবিসুবিমল বসাক, হাংরি প্রজন্ম
কাব্যগ্রন্থহাবিজাবি
বিষয়রাজনৈতিক
সম্পৃক্ততাহাংরি আন্দোলন
2/5 - (1 vote)

আমারে মাইরা ফেলনের এউগা ষড়যন্ত্র হইসে
চারো কোনা দিয়া ফুসফুস আওয়াজ কানে আহে
ছাওয়াগুলান সইরা যায় হুমকে থিক্যা
অরাআমারে এক্কেরে শ্যায করতে সায়
আমি নিজের ডাকাইতে্যা হাতেরে লইয়া সচেত্তন আসি
কেউ আইয়া চ্যারায় দিশায় চ্যাবা কথা কয় না
আমি সুপসাপ থাকি
ভালাসির গুছাইয়া আমি কথা কইতে পারি না
২ কইতে গিয়া সাত হইয়া পড়ে
১৫ সাইলে ৯ আইয়া হাজির হব
ছ্যাব ফেলনের লাইগ্যা বিচড়াইতাসি অহন
আহ, আমার দাঁত মাজনের বুরুশ পাইতাসি না
বিশ্বাস করেন, কেউ একজনা আমার মুহের সকরা খাবার খাইসে ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments