বাংলা কবিতা, বোধ কবিতা, কবি ঋত্বিক শংকর সেন - কবিতা অঞ্চল
কবিতাবোধ
কবিঋত্বিক শংকর সেন
লিখার স্থাননন্দনকানন, চট্টগ্রাম
লিখার সময়০৭.০৫.২০২০
Review This Poem

শত অপরাধ শেষে দেখতে পাই,
আজ অদ্ভুত শৃঙখলায় বন্দী জীবন,
ভারী সকালগুলোতে আত্মীয়ের মৃত্যু,
দিনব্যাপী আত্ম মৃত্যুভয়।

বোধ হলো হঠাৎ,
একদিন –
উন্মুক্ত আকাশ থেকে নিষ্পাপ পাখি খাঁচায় ভরেছিলাম,
তার শোধও হয়তো কখনো কখনো দিতে হয়!

এতটুকু বোধ নিয়ে –
ক্ষমা চাই দৃশ্যমান ঈশ্বরের কাছে। 

প্রকৃতির কৃপায় –
বেঁচে যদি যাই এই যাত্রায় কোনো ফাঁক দিয়ে,
তারপর থমথমে মাইনাসের রাতে,
সস্তা হুইস্কির বোতলে,
টেবিল চাপড়ে মাতাল হবো আরেকবার!

কথা দিলাম-
এরপর আর কোনো পাপ নয়, মাতলামি নয়, 
পাপের প্রায়শ্চিত্ত কেবল।
শুধরে নেব নিজেকে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments