কবিতাকিছু জল গতিপথ বদলায়
কবিপংকজ পাল
কাব্যগ্রন্থআকাশের সাগরে নীলপদ্ম
বিষয়জীবনমুখী
লিখার স্থানইসলামপুর,জামালপুর
লিখার সময়১০ জানুয়ারি, ২০২৪,সকাল
Review This Poem

কিছু জল গতিপথ বদলায়
অথবা স্থির থাকে।
দলবেঁধে পাহাড় ঘেঁষে নদী ছুঁতে চায় না,
থেকে যায় তার উৎসের কাছাকাছি
অথবা মাঝপথে সুবিধাজনক জায়গায়।

কিছু জল!
প্রবল স্রোতে ঘর-বাড়ি গাছপালা ভাঙতে চায় না,
দৌড়ে সাগর ছুঁতেও চায় না,
কেবল তৃষ্ণা মিটায়।

কিছু জল!
যার বুকে সহস্র প্রকার প্রাণী বাসা বাঁধে,
কখনো রাগে অভিমানে-
সাগর থেকে বহুদূর নির্জনে বাস করে,
কাউকে তার একাকীত্বের সাথে নেয় না।

কয়েক ফোটা জল!
আকাশের সাথে অভিমান করে
চোখের কর্ণিয়ার পিছনে লুকিয়ে থাকে।
নরম হৃদয় একটু আঘাত পেলেই
কষ্টের বুকে অশ্রু হয়ে ফোঁটা ফোঁটা ঝরতে থাকে।
কিছু জল গতিপথ বদলায়।
কিছু জল!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments