এখনো অপেক্ষারা কেঁদে ওঠে
এখনো মেঘেদের মহড়া ভিড় করে ঐ মাঠে
মেঘে মেঘে ঘর্ষনে বর্ষণ হয়নি
একলা পথের ঐ একলা নাবিক
নাবিকের ঐ জলশূন্য প্রতীক সম্পূর্ণ

ওদের টাকা-পয়সা; ব্যাঙ্ক ব্যালেন্স আছে বলেই ওরা ভালো নেই
ওদের পরিবারে সামাজিকতা নেই;
এডজাস্টমেন্ট নেই;
সংস্কার নেই;

ওরা কেউ কারোর জন্য তিলমাত্র জায়গা ছাড়তে প্রস্তুত নয়
ওদের ঐ ঘরটাতে শুধু বস্তা ভর্তি টাকার পাহাড় পাবে
ঘরের আলমারি গুলোতে পাবে দামি দামি গয়নার বাক্সসম্পূর্ণ

এরা দল বোঝেনা; এরা ডাল বোঝে
এরা মন্দা খোঁজে না; এরা ধান্ধা খোঁজে
এরা যে দলে যাবে; সে দলেই শুধু খাবে
খাওয়া ছাড়া এদের কোন- -ও – – -ও- – -কাজ নেই
এদের তো এমন দুর্গতি হবেই- – – -ই- -।সম্পূর্ণ

সাবধান হয়ে যাও বলছি, সাবধান……..
এসে গেছে কবি…. এসে গেছে…. প্রকট অন্যায়ের সমাধান
চারি পাশে পাপে জর্জরিত,দেখি ধ্বংসস্তূপের বাতাবরণসম্পূর্ণ

চিরস্মরণীয় ছবি
সুব্রত মিত্র

হঠাৎ একদিন মাথা উঁচু করে দাঁড়াবো তোমাদের সামনে
ভুলে যাবো পুরনো দিনের ঘটনার সব অভিমান
সোনালী স্মৃতিতে জীবনকে রাঙ্গাবো
প্রেমের কবিতার সব প্রেম উপছে পড়বে সেদিন
অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখবো বনলতার গালের কালো তিল
এক রক্তক্ষয়ী সংগ্রামের পরেও মনের গভীরে রক্ত গোলাপ ফুটবে সেদিন
আবার ফিরে পাবো সেই বন্ধু মহল
সময়ের হাতছানিতে সময়টা বড়ই মিছে
আবার সময়টাই মূল্যবানসম্পূর্ণ

এমন ধরনের গুন্ডামি ভন্ডামি আমরা করেছি এবং করব
আমরা এক যুগ ধরে মানুষ মেরেছি আগামীতেও মারবো
আমরা করেছি লুটপাট, আমরা করেছি নিরীহ মানুষের ওপর চোটপাট
আমরা এভাবেই চলবো, আমরা এভাবেই থাকবো ফিটফাটসম্পূর্ণ

এ কলম মাখবেনা কোন স্বার্থের মলম
        এ কলম শিখেছে  ন্যায্যতার দাবি গড়তে;
          এ কলম জানে শুধু সোজা পথে চলতে
          এ কলম জানে শুধু সোজা কথা বলতে।সম্পূর্ণ

তোমরা রাজনীতি করে গেলে সারা জীবন।
দেশটাকে টেনে-হিঁচড়ে—-
তার ঘাড় মটকে সব রস টুকু খেয়ে–
দেশ নামের একটা ছোবড়া রেখে দিয়েছো।

গহীন মেঘের রাগান্বিত মেঘালয়————-
                 হেঁটে চলে যায় মেঘ হতে বহুদূর
প্রতীক্ষার অজস্র প্রাণ চেয়েছিল অবসান এই পন্থার
             অপ্রাপ্ত ক্ষুধা রয়ে গেল অবশেষে———-
                 হলো না যে কারণের প্রতিকার।

মাথার ওপরে ডাকিতেছে দেয়া
             আজ বুঝি কোনো মাঝি ঘনাইবে খেয়া
         হেথা পাড়ে বসি আছে কোনো সুন্দরী রমণী
                নিয়া আসো মাঝি তারে তুমি——
                      ঝড় আসিবে যে এখনি।

সম্পূর্ণ

এই মুহূর্তে এমন একটা কবিতা লেখা হোক
যে কবিতায় হবে সোচ্চার সমাজের ময়লা আবর্জনার দুর্গন্ধ,
স্বার্থে স্বার্থে ঘা লেগে বিস্ফোরিত হবে নেতাদের সব গোপনীয় ছন্দ,সম্পূর্ণ

আশ্চর্য কপাট বিড়ালের কান্না লেখে
জীবন প্রনয়ের মুহূর্তগুলো ঘুরেফিরে জীবনকেই শেখে
ধরতে পারিনি অনেক কিছু; করতে পারিনি অনেক কিছু
এই ধরতে আর করতে না পারার মাঝেও যতটুকু স্বর্ণ কমল ফোটাতে চেয়েছি
নিয়তিতে তার হয়নি ঠাঁই; মূল্য পাইনি ওসবের কোনো কিছুরই। সম্পূর্ণ

আমি ওর নাম রাখি সৃষ্টির সর্বনাশ
সুন্দর মধুজল হাতেতে আসে
যেই আমি ভাবি এই বুঝি সুন্দর এ সমাজ ।

আমি এ সুন্দর মানব ,
বিবেকের ফাঁসি দিয়ে ধংসের বাঁশি নিয়ে
হস্তে তলোয়ার চলিছে ঐ রাক্ষস দানব ।
সম্পূর্ণ