কবিতাবিষয়কাব্যগ্রন্থ
দূরত্বপ্রেম
Added by: Rakib Hasan Rafi Rafi
তুমিপ্রেম
Added by: Rakib Hasan Rafi Rafi
শেষ পাহাড়অন্যান্য প্রেম
Added by: Rakib Hasan Rafi Rafi
নিরুদ্দেশ যাএামৃত্যু
Added by: Rakib Hasan Rafi Rafi

আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো –
কত মেঘে বৃষ্টিতে আমি ঢেকে রাখি বেদনার সুর,
কতখানি গভীর জলে টইটম্বুর আমার কান্নার সমুদ্দুর!

আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো –
যখন তোমার ঠোঁট হাসে
এই মেঘাচ্ছন্ন আকাশে কতখানি রোদ হাসে,
তুমি এলে কি ভীষণ জোছনা ভাসে রাত্রির আকাশে!

আমার যা জানার সবই তো জানো
তবে এত দূরে হারাতে চাও কেনো! সম্পূর্ণ

তুমি যেন মৃন্ময়ী বসন্ত,আমার প্রিয়তমা
আমি তোমর দিকে তাকিয়ে।
মাটিতে পিঠ রেখে দেখি আকাশকে
তুমি যেন মধুমাস,তুমি আকাশ
আমি তোমাকে দেখছি প্রিয়তমা….

বিংশ শতাব্দীতে
মানুষের শোকের আয়ূ
বড় জোর এক বছর।সম্পূর্ণ

একটা নিরুদ্দেশ যাত্রা –
কোন সমুদ্র,
পাহাড়,
বা গহীন ঝরনায়,
একাকী, নিভৃতে।
আমি আর পুরো পৃথিবী –
কোন পিছুটান নেই
কোন কাঁটাতার নেই,
অনন্ত দিগন্তে
ছুটি আমি
ছুটেই চলি
হারিয়ে যাই।সম্পূর্ণ