ব্রেকাপলিপি
যদি কখনও মনে পড়ে
তোমার নাকের উপর লম্বা চুল
তুমি চুল গোছাতে গোছাতে বাড়ি নিও
আমার শাহাদাত হাসি।সম্পূর্ণ
পৌরসভার গাড়ি
মাটির দাবি নিয়ে মানুষ পোকারা!
পড়ে থাকে লাশ!
দীর্ঘশ্বাস!
পথভর্তি শোক! হাহাকার কারবারি!
বড়ো দেরিতে পৌঁছায় পৌরসভার গাড়ি।সম্পূর্ণ
মিথ্যেবাদী
তোমার বক্ষপিঠে ছড়িয়ে থাকে
স্বর্গ ভূমি স্ফীত উরু কেশ
তুমি এমনই এক মিথ্যেবাদী
এক বোতল মদের দামে বিক্রি করো দেশ। সম্পূর্ণ
মেহেরুন্নেসা
সেই সব দিন এখনও হাওয়ার মাদুল
ব্যস্ততা চারদিকে সাধু সঙ্গীত
মুখে-মুখে হেঁটে যায় কর্পোরেট মুখ সম্পূর্ণ
তোমার দিকে তাকিয়ে আছি
তোমার দিকে তাকিয়ে আছি
সবকিছুর মায়া ছেড়ে
যেভাবে তাকিয়ে থাকি ঋষি
মহান ঈশ্বরের দিকে।
সম্পূর্ণ
নির্ঘুম শহর
এ শহর শান্তির শহর এ শহর সুখের শহর
ফরচুনা’র ডানা দেখতে জেগে আছে!
বহু বছর বহু বছর।
সম্পূর্ণ
নির্ঘুম শহর
সবুজ পাতার রেডিওথেরাপি নিয়ে বসে থাকে গিরগিটি। ট্যাক্সির হুড ধরে মফস্বলে যায় বোতাম ছাড়া দুঃখগুলো।সম্পূর্ণ
যে শহরে তুমি নেই
যে শহরে তুমি নেই আগুন কামানে পুড়িয়ে দিবো সে শহর হাওয়ার জলে উড়িয়ে হাওয়ার তুফানসম্পূর্ণ