কবিতামেঘের দিনে
কবিমিজান ফারাবী
লিখার স্থানবনলতা, চট্টগ্রাম
লিখার সময়৭জুন, সকাল
3.2/5 - (4 votes)

আকাশে মেঘ জমছে–
ঘনকালো মেঘে ছেয়ে গেছে আকাশ;
দক্ষিণের হাওয়ায় জালের মতো জমাট হচ্ছে মেঘ
এই প্রসারিত মেঘে দীর্ঘশ্বাস ছাড়ে মানুষ।

আমি এই মেঘের দিনে–
লোকালয় ছেড়ে আরো কদ্দূর পথ পেরিয়ে
রেল স্টেশনে এসে হাজির হলাম, মেঘের দুপুরে,
এখানেও মেঘের তাড়ায় মানুষের ভীড় ;
তারপর আবার স্টেশন, রেল গেইট পেরিয়ে যাই
কৃষ্ণচূড়া মাড়িয়ে একাকী, মেঘলা দিনে।

মেঘে মেঘে কেবল বৃষ্টির অপেক্ষা বাড়ছে
ছুটছে মানুষ, ছুটছে ট্রেন; স্টেশন ছেড়ে, আহা, জীবন-যাপন। আমি থেমে আছি কৃষ্ণচূড়ার তলে–
স্টেশন পেরিয়ে, এই কোলাহল পেরিয়ে, মেঘের দিনে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments