কবিতাযাযাবর
কবিমিজান ফারাবী
লিখার স্থানবনলতা, চট্টগ্রাম
লিখার সময়১৮ ফেব্রুয়ারি ২০২১
5/5 - (1 vote)

আমি যাযাবর হয়ে থাকি
মাঝে মধ্যে হারিয়ে যাই;
শহুরে কোলাহলের বাহিরে—
বুকের ভেতরে বাজে গান;
মূলত আমি স্মৃতি ভুলতে হারাই
তবুও হাহাকারে জাগে উত্থান।

আমি আকাশ হতে চাই
একদম নীলাভ-নীল আকাশ যেমন;
আমার তো জানা নেই—
এই নীল হয়ে আছে বিষে!
বিষের নীলে যে আমি কাতরাই;
উতরিয়ে যাবো কিসে?

অথচ আমি জানি না—
জায়নামাজের প্রার্থনায়
নেমে আসে আরশের মালিক
প্রার্থনায় নেমে আসে,
তারাসুদ্ধ রাতের আকাশ—
আমি শুদ্ধ প্রহরী হই;
যেই হাত বাড়ালেই পাই বিশুদ্ধ বাতাস ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments