কবিতাআবছায়া বেলা
কবিমিজান ফারাবী
লিখার স্থান১২ মার্চ, বনলতা,চট্টগ্রাম
4/5 - (1 vote)

ভাদ্রের দুপুর,
ঘুঘুর ডাকে খাঁখাঁ রোদ;
আছড়ে পড়ে মৃত্তিকা বুকে।

ঝোপের আড়ালে,
আচেনা পাখির ডাক;
কৌতুহল চোখ; আর শৈশব,
বসন্ত বিকেল।

নদীর ওপাড়ে,
কেতকীর বন আর
ডাহুকের ডাক;
ম্লান হয়ে আসা আলো।

চরের জীবন,
মানুষ ও পাখি;
থাকে সন্ধ্যা নামা বাকি
ফেলে আবছায়া বেলা।

উড়ে যাওয়া ঘুঘু,
বাতাসের স্রোত;
একে একে সরে যায়,
অজানা দূরে, নিঃশব্দ স্বরে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments