কবিতাবসন্তের সন্ধ্যা
কবিমিজান ফারাবী
লিখার স্থান৫ মার্চ, বনলতা, চট্টগ্রাম
4/5 - (2 votes)

সন্ধ্যা নেমে এলো, বসন্তের সন্ধ্যা;
ঝিরিঝিরি বাতাস বয়ে যাচ্ছে,
নদীর কূল থেকে চারিদিকে–
সুনশান-নিস্তব্ধ, নীরবতায়।

হলদে রঙা পাখি উড়ে যায় দিগন্ত শেষে;
কই থাকে এরা? কোথায় তাদের বাসা?
আমি গাঁয়ের মেঠোপথ ধরে হাঁটি,
আমার ফেরা ঘরে, আরো কিছু পথ পরে;

কিন্তু, পাখিরা কই যায়–
তারাও কি ফিরে যায় নীড়ে, না-কি অন্য কোথাও?
এই ভাবতেই দুয়ারে পা রাখি;
আমার মা বসে আছে চৌকাঠের পাশে
মায়াবী মুখ, আমার ঠিকানা, পাখিরও ঠিক তাই?

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments