কবিতাসনেট কিনা জানিনা
কবিকৌশিক মজুমদার শুভ
বিষয়প্রেম, বিরহ
লিখার সময়১২.১২.২০১৮
4.1/5 - (9 votes)

তোমায় পড়ছে মনে মোনাজাতে মনে পড়া মুখ
যেমন স্মরণে থাকে কৈশোরে ঠোঁটের চুমুক।
রেখেছি স্মরণে ঠিক বৃষ্টিতে ঝরে পড়া দিন,
হাফেজের সুরে যেন মনে রাখা- সুরা ইয়াসিন।
তোমায় স্মরণে রাখে নদীতীরে বসে থাকা মাঠ,
ফসলের অবসরে প্রতীক্ষায় যেন কাটে রাত।
তোমারে রেখেছি নারী শার্টের দ্বিতীয় বোতাম,
নিজেই পারবো তবু আটকাতে তোমায় দিতাম।

তোমার প্রেমের পাশে বারবার রেখেছি ঈমান
নিয়মের মতো যেন সকালের পূজার সিনান।
তোমারে ভুলবোনা ওয়াদা গীতায় রেখে হাত,
জীবন কারবালা হোক হারবার গুণেছি প্রমাদ।
যেখানেই থাকো তুমি, হয়ে থাকো যারই খসম,
তোমারে ভুলবোনা মেয়ে,সত্যই আল্লার কসম।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments