কবিতাতোমারে লাগাইতে না পারার কষ্ট
কবিকৌশিক মজুমদার শুভ
বিষয়বিরহ
4.7/5 - (4 votes)

তোমারে পাইতে আল্পসের মতো একটা আয়ু ক্ষয় কইরা ফেললাম, তোমারে পাইতেছি না। তোমারে পাইতেছি না দেইখা আফসোস বুর্জমিনার ছাড়াইয়া যাইতেছে, হতাশা জমতেছে এন্টার্কটিকার বরফের মতোন। গ্রিন হাউসের মতো গোপন অভিলাষে ডুইবা যাইতেছি, টুইনটাওয়ারে মতো ভাইঙা পড়তেছি কেবল, তোমারে পাইতেছি না।

তোমারে পাওয়ার জন্য আমি পাড়ি দিতে পারতাম হিমালয়, তুমি বললে সারাইয়া দিতাম আমাজানের সব ক্ষয়, তোমার জন্য দাঁড়াইয়া থাকতাম কয়েকশো কোটি বছর। অথচ শেষবার বলছিলা তোমারে ছাইড়া দিতে, আমি সিগারেটটাই ছাড়তে পারলাম না, তোমারে ক্যামনে ছাড়বো!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments