বাংলা কবিতা, স্পর্শের প্রজ্বলন কবিতা, কবি বুদ্ধদেব বসু - কবিতা অঞ্চল
কবিতাস্পর্শের প্রজ্বলন
কবিবুদ্ধদেব বসু
4/5 - (2 votes)

এমন দিনে তারে বলা যায়,
আজকের মতো এই বর্ষার দিনে ।

কিন্তু বলবার কিছু নেই যে ।
এখন আর
কিছু বলবার কথা নেই ;
এখন শুধু স্পর্শের স্বাক্ষর,
স্পর্শের প্রজ্বলন ।

স্পর্শ, স্পর্শ !
আগুনের শাঁস,
ঈশ্বরের শরীর ।
এখন আর কিছু বলবার নেই ।
এখন শুধু স্পর্শের লাল ফুলের উন্মীলন ।

কেন আমি একা?
কেন আমার বুকের মধ্যে এই বর্ষার হাওয়ার হাহাকার ?
কেন তুমি একা,
তোমার মুখ অমন ম্লান কেন, কেন তোমার চোখের নিচে ক্লান্তির কালো ফুল ?

কেন আমাদের মাঝখানে এই মানুষের দেয়াল ?

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments