বাংলা কবিতা, দ্বিধা এবং দেশ কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

দৃশ্যমান প্রতিটি রক্তের ফোঁটা আমার,
এই দূর্বল চাকা, এই অভাব সমস্তটাই।
অস্থির অচেনা বাতাস সেখানে প্রবাহমান
সে বাতাসে আগুন, আগুনে নিষ্পাপ কিছু মুখ আর মুখগুলোর দিকে চেয়ে দেখলেই মনে হয়
এর চেয়ে স্পষ্ট আয়নার সামনে দাঁড়াইনি কোনোদিন। অতঃপর সেদিকেই গেলাম।সম্পূর্ণ

শুনুন,যারা এদেশের মস্তক রন্ধ্র-বিবর করে চুষে খাচ্ছে
ঐ সমস্ত অসাধু ব্যবসায়ী, অসুর পুঁজিবাদী,শিক্ষার দোকানদার,
চিকিৎসার দালাল,ঘুষখোর আমলাকে অঞ্জলি দিতে ;
এমন তৈল ম্রক্ষণ কবিতা আমি লিখবোনা।সম্পূর্ণ

বাংলা কবিতা, মানুষের মানচিত্র ৩২ কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

থামা, খানকির পোলা তোর ইলা-বিলা থামা। মানুষের ঢল
দ্যাখ নোনা দইরার মতো কূল ভেঙে কেমন গর্জায়ে ওঠে।
কেমন শিমুল দ্যাখ, রক্তজবা কিরকম রাঙা হয়ে ফোটে।সম্পূর্ণ

বাংলা কবিতা, সলিদাই দিসফ্রুতাদ কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

স্মৃতিতে কেবল গোলাপ মুচড়ানো হাতের নগ্নতা। হয়তো বলে কিছু নাই, সত্যি সত্যি ভাবছি, আকাশ বেলাজ হয়ে পড়ে আছে পায়ের কাছে, আলস্যে ভাগাতে পারছি না, হে জন্মপরাগ, এসো, ভাগিয়ে নাও সমস্ত ফুলকার মেজাজ ও রাগ।সম্পূর্ণ

পানির কামার্ত কারুকল্লোলে মুছে যায় পদচিহ্ন
হাঁটুচঞ্চল পানিস্পর্শে, মোহসুধায় আর্দ্র:
অসহায় পৃথিবী দু’চোখে শঙ্কা।
তিন লাইন পানি আর এক লাইন পৃথিবী।সম্পূর্ণ