বাংলা কবিতা, আমার মুখ বন্ধ করে দাও কবিতা, কবি শৈলেশ্বর ঘোষ - কবিতা অঞ্চল
কবিতাআমার মুখ বন্ধ করে দাও
কবিশৈলেশ্বর ঘোষ, হাংরি প্রজন্ম
কাব্যগ্রন্থজেব্রা নং ২
বিষয়রাজনৈতিক
সম্পৃক্ততাহাংরি আন্দোলন
লিখার স্থানকলকাতা
4.1/5 - (7 votes)

আমাকে উৎসাহ দাও প্রচুর উৎসাহ দাও
মানুষের মত যেন আমি দুপায়ের ভেতরে তোমার চলে যেতে পারি
যেন আমি চরিত্রহীন পুরুষের মত অসহ্য ভালবাসা দিয়ে
তোমাকে সুখী করে ফিরে যাই নিজের দঃখের কাছে
আমার জন্মের দিনে জানিনা কার সঙ্গে হয়েছিল কথা
কে কার পিঠে চেপে এসে ১ পয়সায় দেখেছিল মুখ
কি তোমার কষ্ট যে আমাকে মানেনি নিজের ছেলে
সেইভয়ে যে রক্ত সবুজ তাও বিষাক্ত করেছি নিজে
রাত্রে কথা বলেছি একা মানুষ না দেখে
মায়ের চেয়েও বেশী অন্ধকারে যেখানে তার ১ মিনিটের হাসিও ভোলাতে পারেনি
ভোলাতে পারেনি যে মৃত্যুও উদাসীন নয় আমাদের থেকে
আর এও আশ্চর্য; গলা টিপে মারার সময়েও হাত শব্দ করে না
তোমার কাছে আজ আমি উৎসাহ পাব
৫ মিনিটের জন্যও গায়ের জোড় বেড়ে যাবে, আমি জানি
কিন্তু বাধ্যতামূলক জন্মের ফলে ১ জন আমাদের ছাদের উপরে গিয়ে ফাঁকা
১ জন অতিরিক্ত ভার নিয়ে নেমে গেল সিঁড়ির নীচে–
আমার কাছে নয়, আরও দূরে সরে যাও তুমি
বন্দুক বারুদ পড়ে থাক, খালি হাতে শত্রুর দিকে এগোবার উৎসাহ দাও
উৎসাহ দাও যেন আমি তোমারই কাছে নেমে যেতে পারি
তোমার কথামত তোমারই উরু কামড়ে দিই
খুব রেগে গেলে তুমি তো জান কত সহজে আমার মুখ বন্ধ করা চলে
বা শুধু ধমকে দিলেই হয়ত একেবারে দমে যাব !

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments