কবিতাসীমান্ত প্রস্তাব ১ – মুখ্যমন্ত্রীর প্রতি নিবেদন
কবিশক্তি চট্টোপাধ্যায়, হাংরি প্রজন্ম
বিষয়রাজনৈতিক
4.4/5 - (9 votes)

একটি ভিখারি ছেলে ভালোবেসে দেখেছিল ভাত
আর পরখ করেছিল
জ্যোত্স্নায় ছড়ানো ধানগাছগুলিধানের গোড়ায়
শুদ্ধ জলভরা মাখনের মতো
মাটির সাবলিলতার চিকণ-ফাঁপানো ধান,
ধানগুলি ভাত হতে পারে ?
নির্বাক দেবতা কথা বলতে পারে
লোহা গলতে পারে
কাঠের ভূভাগ পারে চিৎ হতে নারীদের মতো ?
তবু সে ভিখারি ছেলে ভালোবেসে দেখেছিল ভাত। 
ভালোবেসে দেখেছিল বহুতর দর্শন জীবনে
জীবন ছেড়েও কতো গাঁজায় আক্রান্ত হয়ে কতো
জীবনেও ধান ছাড়ানারী ছাড়াজ্যোত্স্নাটুকু ছাড়া
ওপরে কি যেন আছে । 
সবারই ওপরে আছেন ভগবান পান্থ-নির্যাতনে
সবারই ওপরে আছেন ভগবান পরিব্রজাতার
সবারই ওপরে আছেন ভগবান মানুষের হয়ে
ভিখারি ছেলেটিকে দুটি ভাত দেবার ব্যস্ততায়
বাসের মতো সমসাময়িকবাসের চেয়েও মত্ত
পৌঁছে দিতে সৎ |

ভিখারির ভালো ছেলে ছাড়া ছিল বহু মন্দ ছেলে
তারা ভালোবাসা নিয়ে মাখামাখি করেনি কখনো
তারাও তো বেঁচে আছে তারাও তো আছে অনাবিল
আমলকির মতো কত ভলো ধরণের ফলই
পৃথিবীতে আছে
ভিখারির ভালো ছেলে মন্দ ছেলে ঝরে গেছে

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments