বাংলা কবিতা, একটা জেড প্লান্টের কাছে হামনমি কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

যখন চাঁদ ওঠে; একশোটা মুখ হা করে তাকায়ে থাকে আকাশে; বাদামের রং মুখস্ত করতে চাওয়া মাথার ভিতর লোরকাকে নিয়ে স্বগতোক্তি থাকার সম্ভাবনাকে খালাস করে দেয়া কি যায়? বলো, তোমার চুলের মধ্যপথে কতো রাতে… সম্পূর্ণ

কলসী কাঁখে গ্রাম কিশোরী জল নাচাতো আলতা পায়
বাজিয়ে নূপুর পথ ভিজিয়ে কোন কিশোরের মন রাঙায়
কোথায় যেন হারিয়ে গেল জলের স্বাধীনতা!
চারপাশে চার পাড় ছিল আর ছিলো যে তার সবুজ ঘাস
পাড় মিশেছে জল মিশেছে কিছুই খুঁজে পাইনা আজ
কোথায় যেন হারিয়ে গেল জলের স্বাধীনতা!সম্পূর্ণ