কবিতাহিটলারের প্রেমিকার রং লাল
কবিআজিজুল হক
বিষয়জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, মৃত্যু, যুদ্ধ, রাজনৈতিক, স্বাধীনতা
উৎসর্গদেশ প্রেমিকদের
লিখার স্থানকোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Review This Poem

সকল শূন্যতা জুড়ে তোমার অনুভূতি আমায় পূর্ণতা এনে দেয়,
আমার শ্বাস-প্রশ্বাসে তোমার স্নিগ্ধতার স্পর্শ আমার হৃদপিন্ড জুড়ে বসন্তের সুবাস বইয়ে দেয়,
তুমি চাইলেও বা না চাইলেও!
ঈদের চাঁদ দেখার মতো করে আমি প্রতিদিন দেখি তোমার মুখ,
ঈশ্বরের মুখ আমি দেখি না তাই আর।

অনুভূতির অলিন্দে অলিন্দে
মুহূর্ত গুলো সমবেত হয়,
ওদের মাঝে বিতর্কও হয় প্রচুর,
যুদ্ধ করে ভালোবাসারা,
মন ভেঙে যায় কখনও কখনও,
কয়েক হাজার ইহুদি নিধনকারী
হিটলারও প্রেমিকার সঙ্গে আত্মঘাতি হয়!
প্রিয়া কে আগলে রাখে সেও!!!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments