কবিতাপূজার ফুল
কবিআইনুল হক
বিষয়অন্যান্য, আশা, প্রেম, বিরহ
Review This Poem

ওগো ও বন্ধু আমার!
ও বন্ধু আমার, কি দিবে যে উপহার।।
আমি দেব পুজার-ফুল,
ভালোবেসে করি ভুল,
ভাঙিলে হৃদয় কূল,
বিঁধে শেল সমাহার।।

সাপের বিষ দিলে গো এই
সুধা আমার হলো সেই,
শুকালো দ্রুত প্রভাতেই
এ শীতের নীহার।।

চৈতী বাতাসের ছোঁয়ায়
ফোটে ফুল বৃক্ষ শাখায়,
শীতের উদাসী ওই বায়
ঝরে যে আবার ।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments