বাংলা কবিতা, আমার প্রিয়ার ঘরের অতিথি কবিতা, কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত - কবিতা অঞ্চল
কবিতাআমার প্রিয়ার ঘরের অতিথি
কবিঅচিন্ত্যকুমার সেনগুপ্ত
লিখার সময়মাঘ, ১৩৩৪, জানুয়ারী, ১৯২৮
3.9/5 - (15 votes)

আমার প্রিয়ার ঘরের অতিথি, শুধাই তোমরে ভাই,
হেরিছ তেমনি তা’র দুই চোখে বসন্ত- বাসনাই ?
              কোন নামে তারে ডাক’ ?
তোমারো আকাশে ফুটিয়াছে তারা তেমনি কি লাখো লাখো ?
তোমরা দুজনে মাঠের কিনারে তেমনি কি থাক’ বসি,
তোমাদের দেশে তেমনি কি আসে চৈতের চৌদশী ?
শয়ন-শিয়রে রজনীগন্ধা ফেলিছে কি নিশ্বাস,
নিরালা জাগিয়া দু’জনে তেমনি ভুঞ্জিব আবকাশ ?
              আমারে বলিবে না কি ?
তেমনি কোমল দু’টি করতল, শীতল তেমনি আঁখি ?
তুমি না চাহিতে অধর আনিয়া অধরে কি আর রাখে,
বারেক আধেক ‘ভালবাসি’ বলে’ তেমনি কি থেমে থাকে ?
              রঙীন বসন পরি’
তোমারে তুষিতে খোঁপায় গোঁজে কি ধান্যের মঞ্জরী ?
নবনবনীর মত সুকোমল তার দুটি পয়োধরে
সঞ্চিত করি’ রাখিয়াছে সুধা তোমার শিশুর তরে ?
              আর কি বেহাগ গায় ?
তোমার চোখে কি আমার চোখের জলের আভাস পায় ?

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments