বাংলা কবিতা, ঝটিকা কবিতা, কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত - কবিতা অঞ্চল
কবিতাঝটিকা
কবিঅচিন্ত্যকুমার সেনগুপ্ত
4.2/5 - (9 votes)

মুক্ত করে দিনু মোর রুদ্ধ দ্বার বন্ধ বাতায়ন,
এস দৃপ্ত প্রভঞ্জন,
উচ্ছৃঙ্খল দুর্মদ বিদ্রোহী
দুরন্ত আনন্দখানি বহি,
চূর্ণ আজি কর গো আমারে ;
মৃত্যুর ফুত্কারে
নির্বাপিত কর দীপ, ভগ্ন কর ভাণ্ডের ভাণ্ডার |
হে ঝটিকা, অতিথি আমার,
নটবর, হে ভোলা ভৈরব,
শুরু কর ধ্বংসের তাণ্ডব
মোর সুপ্ত জীর্ণ বক্ষতলে,
স্পন্দনে স্পন্দনে তারে
আন্দোলিয়া তোল তুমি ক্রন্দনের আনন্দ-কল্লোলে !
ক্রদ্ধ অহঙ্কারে
বন্ধনেরে পদতলে করি’ নিষ্পেষণ,
এস মোর ক্ষ্যাপা, বিবসন,
দৃঢ়হস্তে কাড়ি যত সঞ্চয়ের মিথ্যা আড়ম্বর
এস হে ঈশ্বর,
চূর্ণ করি’ প্রাচীরের ক্ষুদ্র পরিসীমা
সুন্দর ভীষণ তব উলঙ্গ মহিমা
আমারে দেখাও ;
মোরে তুমি নিঃসম্বল নগ্ন করি’ দাও
বন্ধহীন বিরহী বৈরাগী ;
প্রলয়ের প্রেমে অনুরাগী
এস হে অপরিমিত, অশান্ত, ব্যাকুল,
মোরে কর গৃহহীন পথের বাউল
হে চির-পথিক সহচর !
হে মোর অশেষ,
নিত্য অগ্রসর,
অনির্ণীত, এস নির্নিমেষ,
নেত্র হতে মুছে নিয়া নিদ্রার কুজ্ঝটি
এস হে ধূর্জটি !
ওই যেথা শুরু হল প্রলয়ের আনন্দ-উত্সব,
তোমার তাথৈ-থৈ নৃত্যের তাণ্ডব
সেথা মোরে নিয়ে যাও
নিরুদ্দেশ করি’ ;
হাত ধরি’ ধরি’
নটরাজ, মোরে তুমি নাচিতে শেখাও
তোমারি বাত্যার তাল তালে,
মোর পায়ে বাঁধি দাও ঝঞ্ঝার মঞ্জীর |
এস হে অস্থির,
বিদ্রোহের জয়টীকা পরাইয়া মোর দীপ্ত ভালে
মোরে তুমি নিয়ে যাও,
হে উধাও,
যেথায় বজ্রের নিত্য বিজয়-উল্লাস,
বিদ্যুতের তীক্ষ্ম অট্টহাস,
যেথা পান্থ নিরাশ্রয় মেঘেদের যাত্রা-সমারোহ,
মিশাইব সেথা মোর প্রাণের বিদ্রোহ
প্রতন্ত, প্রচুর |
এস দস্যু দুর্দান্ত, নিষ্ঠুর,
মোরে তুমি ছিন্ন করে’ নিয়ে যাও
তোমার কেতন-তলে ;
সেথা নিত্য রুদ্র কোলাহলে
তব সাথে দিব করতালি |
এস-কাল-বৈশাখী বৈকালী,
শিষ্য করে’ নিয়ে যাও মোরে হে সন্ন্যাসী,
সর্বনাশী
তোমার যাত্রায় ;
আমার পায়ের ছন্দ ধ্বনিয়া উঠুক তব
বন্ধহীন নৃত্যের লীলায় |
চূর্ণ করি’ অচলায়তন,
সজ্জার লজ্জার হ’তে মুক্তি দাও মোরে, বিবসন,
নিয়ে যাও জ্যোতিষ্কে জ্যোতিষ্কে গ্রহে সূর্যে,
নব নব ছন্দের মাধুর্যে !

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments