কবিতাভালোবাসার মূল্য
কবিমুহাম্মাদ আবদুল হাই
লিখার স্থানমেরুল বাড্ডা, ঢাকা।
লিখার সময়১০ ও ১১ / ৩ / ২০২১ ইং, বুধবার ও বৃহস্পতিবার,
1/5 - (1 vote)

দূর অজানায় হারিয়ে গেলে
পাবে না এই ভীড়ে,
হন্যে হয়ে খুঁজবে তখন
আসবো না আর ফিরে।

চোখের জলে বুক ভাসাবে
কাঁদবে দিবা- রাতি,
পাগল হয়ে খুঁজবে সেদিন
কোথায় গেলো সাথী।

সেই কাঁদাতে লাভ কি তখন
প্রিয়া তুমি বলো,
অভিমানে থাকবে তোমার
চোখটি ছলো ছলো।

অভিমানের নোনা পানি
পড়বে গড়ে বুকে,
কষ্টে অতি বলবে তখন
থেকো প্রিয় সুখে।

তুমি বিনে এমন সুখ তো
চাই নি প্রিয়া কভু,
অবহেলায় দূরে ঠেলে
দিয়েছিলে তবু।

কষ্টে আমার বুকটা ফাটে
মুখ বলে না কিছু,
ভালোবাসার কষ্ট আজও
ছাড়ছে না তো পিছু।

তাই তো বলি হারিয়ে গেলে
খুঁজবে কোথায় তখন,
ভালোবাসার বুঝবে মূল্য
হারিয়ে যাবো যখন।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments