Change your cover photo
বাংলা কবিতা, USER PROFILE কবিতা, কবি - কবিতা অঞ্চল
Upload
Abdul Hay
Change your cover photo
বিদ্রোহী নই আমি-
আমি চির বিপ্লবী বীর,
পৃথিবীর ঘাড়ে পারা দিয়ে আমি
শাসন লইবো শশীর।।
This user account status is Approved

মুহাম্মাদ আবদুল হাই। একজন তরুণ আলেম কবি। বিপ্লবী কবি অভিধায়ে যিনি ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন। ১৯৯১ এর ২৯ শে জুলাই নারায়ণগঞ্জ জেলার বন্দরে নানাবাড়িতে তাঁর জন্ম। পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ সদরে। ঢাকায় থাকেন। পিতা বিটিসিএল থেকে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জনাব মুহাম্মদ আবদুল আউয়াল। কবি জামিয়া কাসিমিয়া মহাখালী টি এন্ড টি কলোনী মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে ২০১২ ইং সনে কওমী মাদ্রাসা বোর্ড বেফাক থেকে দাওরায়ে হাদীস পাশ করেন। একই বছর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন। অতঃপর ২০১৩ ইং সনে আরবী সাহিত্য ও ২০১৪ ইং সনে হাদীস নিয়ে পড়াশোনা করেন। অতঃপর ২০১৫ ইং সনে কবি মুফতী পাশ করেন। এরপর ২০১৭ ইং সনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে বাউবিতে বিবিএ অধ্যয়নরত আছেন। ২০১৬ ইং সন থেকে অদ্যাবধি কবি নিজেরই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার স্বনামধন্য মাদ্রাসা জামিয়া কাসিমিয়া মাদরাসায় আরবী সাহিত্যের শিক্ষক হিসেবে খেদমতে নিয়োজিত আছেন। ছোটবেলা থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। ২০০১ সালে ক্লাস ফোরে থাকাকালীন সময়ে মাত্র ১১ বছর বয়সে কবি সর্বপ্রথম কবিতা লেখেন। ২০১০ সালে মাসিক আল আমানাহ্ এর ফেব্রুয়ারী সংখ্যায় সর্বপ্রথম তাঁর কবিতা প্রকাশিত হয়। বিভিন্ন অনলাইন গ্রুপে লেখালেখি করে এ পর্যন্ত তিনি অনেক সম্মাননা ও খ্যাতি লাভ করেছেন। গত ২০২১ এর ২১ শে বইমেলায় প্রকাশিত হয় কবির ১১ টি কাব্যগ্রন্থ। যথাক্রমে কাব্যগ্রন্থগুলো হলো -
১/ কবিতার বাতায়ন
২/ শিশির ভেজা ভোরে
৩/ বহু রঙের ভাব
৪/ মায়াবতীর নীলকাব্য
৫/ প্রতিবাদ করবোই
৬/ উদাস বিকেল
৭/ বলবো সবাই দেশের কথা
৮/ একুশের কবি ও কবিতা
৯/ বাংলার ১০০ কবি ও কবিতা
১০/ আকাঙ্ক্ষা
১১/ আমরা করবো জয়

এগুলো তাঁর যৌথ কাব্যগ্রন্থ। আমরা কবির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।

কবিতার বাতায়ন
শিশির ভেজা ভোরে
বহু রঙের ভাব
মায়াবতীর নীলকাব্য
প্রতিবাদ করবোই
উদাস বিকেল
বলবো সবাই দেশের কথা
একুশের কবি ও কবিতা
বাংলার ১০০ কবি ও কবিতা
আকাঙ্ক্ষা
আমরা করবো জয়

29 Jul 1991
Male
Bangladesh
Dhaka