কবিতাকেগো তুমি?
কবিউজ্জ্বল মন্ডল
বিষয়আশা, প্রেম, বিরহ
উৎসর্গআমার প্রেম UR
সম্পৃক্ততাপ্রেম
লিখার স্থানগাঙ্গুরিয়া, মালদা, ভারত
লিখার সময়এপ্রিল,২০২৪, বৈকাল
5/5 - (1 vote)

কেগো তুমি
অপরূপা গোলাপের রঙে
রাঙানো মিষ্টি ভেজা ঠোঁট?
কেগো তুমি
ঝর্ণাধারার অনন্ত প্রবাহে
গুনগুন সুরের রাগিনী?

কেগো তুমি
কাজলা নয়না হরিণী
মনোগভীরে খাঁচা-আবেগী?
কেগো তুমি
শত বেদনার মাঝেও
নৃত্যরত ঝুমুরের ধ্বনি?

কেগো তুমি
অমাবস্যা রজনীতে পূর্ণিমা
ঘোমটার আড়ালে কোন দিশা?
কেগো তুমি
আমার আঁতে হাজারো ক্ষত দূর করা
কোন মাতৃমম শুভানন জননী?

কেগো তুমি
মাতৃময়ী ঊষার আগমনী
মনিকোঠায় প্রেমের নবজোয়ার?
কেগো তুমি
আমার গভীর ঘুমের নীরবতা
বাসলে ভালো মোরে বিরাগে স্বার্থপরতা?

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments