কবিতাবেরঙে রঙিন উৎসব
কবিউজ্জ্বল মন্ডল
বিষয়জীবনমুখী, ভারতবর্ষ, রূপক
সম্পৃক্ততাহোলি উৎসব ২০২৪
লিখার স্থানগাঙ্গুরিয়া, পশ্চিমবঙ্গ
লিখার সময়মার্চ,২০২৪, বৈকাল
5/5 - (1 vote)

পুষ্পে পুষ্পে রঙ ধরেছে
অলিরা আসছে ধেয়ে,
মনের কাছে আজ নেইকো মন
তরী চলছে বেয়ে।

বাতাস আজ রঙিন চাঁদর
সবার কাছে দৃশ্যমান,
ঝাড়ুদার পাখিও সুর তুলেছে
রংমাখা দোলের গান।

নদীও আজ টলোমলো
পান করেছে সুরা,
বক্ষে তাঁর দেখি আমি
চলছে ভেসে কৃষ্ণচূড়া।

আকাশ আজ রঙধনু
মেঘের পিঠে খেলছে রবি,
হঠাৎ আমার পড়ে মনে-
আমি নই যুগের নবী।

তবুও আজ পালবো হোলি
তনয় হবে রঙে ভরা,
কুমোর নই আমি জানি –
সিদ্ধ হবে সাধের গড়া।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments