কবিতাহাঁটে
কবিশীতল চট্টোপাধ্যায়
Review This Poem

এই বনে – বন – বনলতাদের নাড়ায় যে বাতাস ,
যে বাতাসের একটু ছোঁয়ায়
জীবনে – জীবনানন্দের সন্ধান ৷
সেই জীবনানন্দ ,
বনলতার – লতা কেশের ঘ্রাণ নিতে -নিতে
মূর্তিতে জাগায় এক
বনলতা মানবীকে , তারপর –
চলনবিলের পাড়ে , ধানসিঁড়ি নদী তটে ,
শঙ্খচিলের ডানায় –
মানবী বনলতার চলমানের পথ করে দেয়
জীবনানন্দের হৃদয় উৎসারিত
অনুভূতি – অনুভবের বিস্তারে ,
মানবীতে হাঁটে
বনলতা ৷

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments