কবিতারাত্রি নামবেনা
কবিশীতল চট্টোপাধ্যায়
লিখার স্থানজগদ্দল , উত্তর ২৪ পরগণা পশ্চিমবঙ্গ
Review This Poem

একটা ধান শিষ তুলে দাঁড়িয়ে আছি
খোঁপায় দেবো বলে !
বিল পাড়ের বাতাস আগলে রেখেছি
ছুঁইয়ে দিয়ে চুলের ডানা দেখব বলে !
গাছ -লতায় ঘিরে রেখেছি
নির্জন -নীরবতার অন্তরাল ৷
আমার প্রতীক্ষা ছুঁয়ে থেমে আছে সূর্য ,
তোমার হাঁটা পথে
না ফুরানোর আলোয় ৷
এই চলমানতায় যতক্ষণ আমরা
রাত্রি নামবেনা
ততক্ষণই ৷

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments