কবিতাভাষা ঋণে
কবিশীতল চট্টোপাধ্যায়
Review This Poem

কোকিল ডাকেতে ফাল্গুন আসে
পলাশ ভাষায় চারিদিক ভাসে ,
এই ফোটা রূপে , স্বর ও সুরে
বাংলা ভাষাতে হৃদয় পুরে ৷
দু’পারে বাংলা – বাংলাই বলে
তারের বেড়া শোনে নিশ্চলে ,
বাংলা গল্প ডিঙিয়ে বেড়া
অদৃশ্যে তার হয়ে যায় ছেঁড়া ৷
ওপারে পদ্মা বাংলায় ডাকে
এপারে গঙ্গা বাংলায় থাকে ,
দুই বাংলাতে ভাষামা একই
এক ভাষামাকে ভাগহীন রাখি ৷
ফেব্রুয়ারি মাস ফাল্গুন মাসে
একুশ বাংলা আটেতে আসে ,
শ্রদ্ধা জ্ঞাপনের স্রোত সেদিনে
শহীদ স্তম্ভ ছোঁয় ভাষা ঋণে

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments