বাংলা কবিতা, মানুষ বড় সস্তা কবিতা, কবি শক্তি চট্টোপাধ্যায় - কবিতা অঞ্চল
কবিতামানুষ বড় সস্তা
কবিশক্তি চট্টোপাধ্যায়
বিষয়অন্যান্য
4.6/5 - (13 votes)

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিলো নরম, কেটে, ছড়িয়ে দিলে পারতো ।
অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায়
পাথর কেটে পথ বানানো , তাই হয়েছে ব্যর্থ ।
মাথায় ক্যারা , ওদের ফেরা যতোই থাক রপ্ত
নিজের গলা দুহাতে টিপে বরণ করা মৃত্যু
ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিলো নরম, কেটে , ছড়িয়ে দিলে পারতো।
পথের হদিস পথই জানে, মনের কথা মত্ত
মানুষ বড় সস্তা , কেটে, ছড়িয়ে দিলে পারতো ।

Share
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
kobita24us
kobita24us
2 months ago

চমৎকার 🎉🎉
চাইলে আমাদের সাইট ভিজিট করতে পারেন:
https:// kobita24us blogspot.com