কবিতাকবিতা – কবিতা – কবিতা
কবিপুস্কর দাশগুপ্ত
সম্পৃক্ততাকবিতা, বুদ্ধিজীবিদের প্রতি,
4.5/5 - (2 votes)

কবিতা কবিতা কবিতা কবিতা কবিতা কবিতা
উনি কবিতা বানাচ্ছেন কবিতা গাদা গাদা কবিতা প্রেমের কবিতা ঘৃণার কবিতা ধর্মের কবিতা কর্মের কবিতা মর্মের কবিতা চর্মের কবিতা নর্মের কবিতা বর্মের কবিতা মারামারির কবিতা কাড়াকাড়ির কবিতা ঝাড়াঝাড়ির কবিতা কাটাকাটির কবিতা ফাটাফাটির কবিতা চাটাচাটির কবিতা ঝাঁঠাঝাঁটির কবিতা হাঁটাহাঁটির কবিতা ঘাঁটাঘাঁটির কবিতা যুদ্ধের কবিতা শান্তির কবিতা শ্রান্তির কবিতা ভ্রান্তির কবিতা ক্লান্তির কবিতা রান্নার কবিতা কান্নার কবিতা হাসির কবিতা কাসির কবিতা ফাঁসির কবিতা মাসির কবিতা পিসির কবিতা জ্যাঠার কবিতা জেঠির কবিতা কাকার কবিতা কাকির কবিতা বাকির কবিতা বড়দের কবিতা ছোটদের কবিতা বুড়োবুড়ির কবিতা খুড়োখুড়ির কবিতা ছোঁড়াছুঁড়ির কবিতা ছোটাছুটির কবিতা মোটামুটির কবিতা ছোটলোকদের কবিতা বড়লোকদের কবিতা উঁচু জাতের কবিতা নিচু জাতের কবিতা জলচলদের কবিতা জল-অচলদের কবিতা বাচ্চাদের কবিতা সাচ্চাদের কবিতা যৌবনের কবিতা বার্ধক্যের কবিতা ট্যাক্সের কবিতা সেক্সের কবিতা
কবিতা কবিতা কবিতা কবিতা কবিতা কবিতা
উনি কবি উনি বাংলা ভাষার কবি আমরি বাংলা ভাষা
তুমিই আমাদের আশা
তোমার ঝোলে তোমার অম্বলে কতই শান্তি ভালোবাসা
এই বাংলা ভাষায় উনি যা লেখেন তুলনা হয়না কোনো তার
হয়তবা একমাত্র বাল্মিকী আর হোমার
বহুকষ্টে গেলেও যেতে পারতেন ধারে কাছে তাঁর
কালিদাস আর চণ্ডিদাস
মোটেই দিতে পারেন না কোনো আশ্বাস
ওঁর কাছে এঁরা তো নিতান্তই ছেলেমানুষ
এঁরাতো কবিতা লেখেননি
মাঝেমধ্যে হাউয়ায় উড়িয়েছেন
গোটা কয়েক পদ্যের ফানুস
ওঁর কবিতার ঝোড়ো হাওয়ায়
দেশবিদেশের কবিরা সব
মাটিতে উলটে পড়ে গড়াগড়ি খায়
বোদলের টোদলের রিলকে ফিলকে
ওঁর কাছে মোটেই পাবেন না কলকে

উনি কবিতা বানাচ্ছেন
পৃথিবী জুড়ে এমন অন্যায় অবিচার আর অত্যাচার
আর উনি?
উনি করবেনটা কী উনি কবি
ওঁর কাজ হল দেশের জন্য দশের জন্য যশের জন্য রসের জন্য জাতির জন্য জ্ঞাতির জন্য খ্যাতির জন্য
বর্তমানের জন্য ভবিষ্যতের জন্য বাঙালির জন্য বাংলা ভাষার জন্য কবিতা বানানো
উনি কবিতা বানাচ্ছেন উনি কবিতা বানাচ্ছেন কবিতা কবিতা কবিতা কবিতা কবিতা
শহরে দলে দলে মানুষ ফুটপাতে উড়াল পুলের তলায় রেল লাইনের ধারে জানোয়ারের চেয়েও অধম ভাবে জীবন কাটাচ্ছে
তা উনি করবেনটা কী উনি কবি
উনি চোখ বুজে কবিতা বানাচ্ছেন কবিতা কবিতা কবিতা কবিতা কবিতা
দুগ্গোপুজোর মহিষাসুরদের কানে তালা লাগানো বর্বর মাইক
আর কালিপুজোর ভূতপ্রেতদের পিলে চমকানো পটকায়
মাথার ভেতর সব যেন তালগোল পাকিয়ে যায়
তা উনি করবেনটা কী উনি কবি
উনি কানে তুলো গুঁজে কবিতা বানিয়ে যাচ্ছেন
কবিতা কবিতা কবিতা কবিতা কবিতা

দাদার সর্বহারা ক্যাডার এসে ধমকাচ্ছে
দিদির সমাজসেবী সাকরেদরা এসে চমকাচ্ছে
রংবাজি থেকে রিটায়ার করা পুরনো পাতাখোররা
ওদের ধার্য করা দুটো শঅলা না ফেললে
রগড়াবে বলে শাসাচ্ছে
উনি? উনি করবেনটা কী উনি চোখ কান বন্ধ করে
কবিতা বানিয়ে যাচ্ছেন
কবিতা কবিতা কবিতা কবিতা কবিতা কবিতা

উনি আসছেন রাবনের রথের মতো ওঁর গাড়ি
অশ্-শুরবানিপালের মতো ওঁর সুন্দর পাট করা দাড়ি
শিবের চোখের মতো ওঁর ঢুলুঢলু দুচোখ
দেবাদিদেব মহাদেবের মতোই মাদকে ওঁর এক আধটু ঝোঁক
বাংলা সাহিত্যের কুরুক্ষেত্রে উনি অর্জুন
বাংলা ভাষার মহাযান পন্থায় উনি নাগার্জুন
ওঁকে দেখলেই বোঝা যায় উনি একজন বাঙালি কবি
কবিতার জন্য উনি করতে পারেন সবই
কবিতা ওঁর মনপ্রাণ কবিতা ওঁর ধ্যানজ্ঞান
কবিতার ঝর্ণাধারায় উনি দুবেলা করেন স্নান

আহা কবিতা অহো কবিতা উহু কবিতা
হিহি কবিতা হোহো কবিতা হাহা কবিতা

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments