এতোটা উষ্ণতা আমি চাইনি
তুমি কিছুটা শুষ্ক শীতল হতে পারতে
এই অত্যুষ্ণ অনুরাগ আমি চাইনি
তার চেয়ে অভিমানী কুয়াশা জমতে দিতেসম্পূর্ণ

পৃথিবীর সমস্ত মৃত শিশুদের
ভূত গুলো সবাই তেড়ে আসুক
জরাজীর্ণ,নিপীড়িত গোষ্ঠী গুলো থেকে
আসমুদ্র জনস্রোত ধেয়ে আসুক
সমস্ত ভুখা মানুষের পেটের আগুনে
জ্বলুক এই ঝাঁ চকচকে পৃথিবীসম্পূর্ণ

আমিই তো দায়ী,আমিই তো দয়ী
আমারই এ বালখিল্য আত্মহনন
আমারই এ অনবধানতায় হৃদয় নিহন্থা
আজ তোমার এ কদর্য অসহিষ্ণুতা
আমিই তো দায়ী ,আমিই তো দায়ীসম্পূর্ণ

যেন কোনো অন্ধ কানাগলির বুক চিরে
ছুটছি তো ছুটছিই, ছুটছি অকাতরে
কিসের উদ্যমে কিংবা অতঙ্কে ছুটছি ?
কিসের খোঁজে নিরবচ্ছিন্ন হাতরাচ্ছি ?
উফ্…, কী ভীষণ অস্বস্তিকর এই অজ্ঞতা
কী ভীষণ নির্মম এই বুদ্ধিবৃত্তিশুন্যতাসম্পূর্ণ

একলক্ষ গলা তারস্বরে বলে উঠল
আমরা কি তবে উটকো,উদ্বৃত্ত ?
ক্ষমতার কুৎসিত প্রতিমূর্তি
জবাব দিলো তার লম্বা গলাটা বাড়িয়ে
তোমরা সব চোর,ডাকাত।সম্পূর্ণ