হে মহামানব
এসো এই দুস্থ সমাজের শয়ে
আলোকবর্ষ প্রমাণ পথ পেড়িয়ে
অনাবিল এক আলো জ্বেলে
হোক রোশনাই এই অন্ধ সময়েসম্পূর্ণ
ওদের হকের জীবন
পৃথিবীর সমস্ত মৃত শিশুদের
ভূত গুলো সবাই তেড়ে আসুক
জরাজীর্ণ,নিপীড়িত গোষ্ঠী গুলো থেকে
আসমুদ্র জনস্রোত ধেয়ে আসুক
সমস্ত ভুখা মানুষের পেটের আগুনে
জ্বলুক এই ঝাঁ চকচকে পৃথিবীসম্পূর্ণ
আমিই তো দায়ী
আমিই তো দায়ী,আমিই তো দয়ী
আমারই এ বালখিল্য আত্মহনন
আমারই এ অনবধানতায় হৃদয় নিহন্থা
আজ তোমার এ কদর্য অসহিষ্ণুতা
আমিই তো দায়ী ,আমিই তো দায়ীসম্পূর্ণ
বন্ধুর প্রতীতি
যেন কোনো অন্ধ কানাগলির বুক চিরে
ছুটছি তো ছুটছিই, ছুটছি অকাতরে
কিসের উদ্যমে কিংবা অতঙ্কে ছুটছি ?
কিসের খোঁজে নিরবচ্ছিন্ন হাতরাচ্ছি ?
উফ্…, কী ভীষণ অস্বস্তিকর এই অজ্ঞতা
কী ভীষণ নির্মম এই বুদ্ধিবৃত্তিশুন্যতাসম্পূর্ণ
জ্বলছে আগুন
ঝলসে যাওয়া মাংস গুলো
চিনতে পারছো কি ?
একটূ ছিঁড়ে খেয়ে দেখো
গরু,শুয়োর না মানুষই ?সম্পূর্ণ
তোমার-আমার জিঘাংসা
আমি ওর রক্ত দেখে বমি করে ভাসালাম,
নাঁড়ি পাক দিয়ে বেড়িয়ে গেল সমস্ত ঘৃণা।
জানিনা আমার রক্তের স্বাদে,
ওর মন ভরালো কিনা। সম্পূর্ণ
দিগন্তদেশ
ওই যে প্রান্তে পরন্ত বিকেলগুলো
গলে যায় জাহ্নবী জলে
সেইখানে, সেই দেশে চলো আজ
নেহাৎ হারিয়ে যেতে হলে
যদি বেছে নিতে বলি
না বলি, কেন বিদ্রোহ ডেকে আনে
সর্বহারাদের লাল পতাকা
যদি আমি সাবেক প্রেম নিবেদনের
বৃথা চেষ্টায় মেতে উঠি
খুঁজে পাবে কি আমাকে আমার মাঝে ?সম্পূর্ণ