তুমি আমার রক্তজবা হবে?
আমি জানি না,
কেন শাড়ি পড়লেই
তুমি কিশোরী থেকে রমনী হয়ে যাও!
তোমার সমস্ত উচ্ছলতা যেনো,
মুখ লুকায় লজ্জায় লাল হয়ে যাওয়া মুখে।সম্পূর্ণ
আমি জানি না,
কেন শাড়ি পড়লেই
তুমি কিশোরী থেকে রমনী হয়ে যাও!
তোমার সমস্ত উচ্ছলতা যেনো,
মুখ লুকায় লজ্জায় লাল হয়ে যাওয়া মুখে।সম্পূর্ণ
মাঝেমধ্যে মনে হয়,
আমার একটা “তুমি” খুঁজে আনি।
সঙ্গম শেষে বলি থেকে যাও।সম্পূর্ণ
আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে না জানো!
আমি কাউকে বলি না
তোমাকে পেয়ে আমি ভীষণ রকম খুশি।
যদি হারিয়ে যাও!সম্পূর্ণ
প্রতি রাত ভোর হলেই
প্রেমিকারা চলে যায়।
আদতে একজন,
শুধু একজন প্রেমিকা চলে যায়।
চলে যাও শুধু তুমি।সম্পূর্ণ
আমাদের সব শেষ হয়ে গেছে,
স্মৃতিটুকু চড়া দামে বেঁচে
শহর ছাড়বো এবার!
সম্পূর্ণ
তুমি না আসলে জানাই হতো না
ফাল্গুন থাকে প্রেমিকার চোখে।সম্পূর্ণ
আর কতোকাল বলো
আর কতো বিরহের কবিতায়
তোমাদের ফিরবার চিঠি পাঠালে
এই শহরে প্রেম ফিরে আসবে?সম্পূর্ণ
এই শহরের প্রতি বর্ষায় আমি প্রেমে পরি, আমি প্রেমে পরি এক জোড়া কাঁজল চোখের। ঠিকসম্পূর্ণ