কবিতাতুমি বললে
কবিমুহতাসিম তকী
বিষয়প্রেম
লিখার স্থানধানমন্ডি,ঢাকা।
লিখার সময়২৫ জুন,২০২২
5/5 - (1 vote)

তুমি বললে সব মেনে নেবো,
একটা আস্ত সূর্য ঝলমলে দিনকে বলবো রাত।
তুমি বললে কবিতায় আর মিথ্যে করে
ভালো থাকবো না কোনোদিন।
বিষাদকে চুম্বন করে,
তোমাকে লিখবো
আমার তুমি না থাকার গল্প।

এই নীল আসমানের নীচে,
যেখানে তোমার ঘর,
যেখানে ফিরবার পথ খুঁজতে খুঁজতে
আমি কাটিয়ে দেবো
একটা আস্ত কবিতার জীবন।
তুমি বললে,
তোমাকে না পাবার সমস্ত অভিমান ভুলে যাবো।

তোমার শহর, তোমার ক্লাসরুম
তোমার ঘর,বাড়ি ফিরে আসবার বিকেল,
এইসবে আমাকে পাবে না তুমি।
যদি বিষাদ পুষে রাখো।
তুমি বললে
এইসব বিষাদের দিন মিথ্যে করে দেবো।

তুমি বললে আর ফিরবো না নীল জানলায়।
তুমি বললে ফিরে আসবো
বুড়ো বট গাছ হয়ে।
চাইবো না কিছুই।
তোমার ছায়া হয়ে,
মরে যাবো যাবো তোমার চোখে।

তুমি বললে সব মেনে নেবো,
একটা আস্ত সূর্য ঝলমলে দিনকে বলবো রাত।
তুমি বললে কবিতায় আর মিথ্যে করে
ভালো থাকবো না কোনোদিন।
বিষাদকে চুম্বন করে,
তোমাকে লিখবো
আমার তুমি না থাকার গল্প।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments