ভালোবাসি বলেই
2022-08-03
তোমাকে ভালোবাসি বলেই
শত অভিমান, শত অভিযোগ সব তুচ্ছ হয়ে যায় এক নিমিষেই ।সম্পূর্ণ
তোমাকে ভালোবাসি বলেই
শত অভিমান, শত অভিযোগ সব তুচ্ছ হয়ে যায় এক নিমিষেই ।সম্পূর্ণ
ইচ্ছে ছিল তোমার পছন্দের বিরিয়ানি একসাথে খাবো
ইচ্ছে হলে তুমি বিরিয়ানি খাও তো
আমি ভালো নেই!
তুমি ভালো আছো তো? সম্পূর্ণ
তোমার লাইগা গোলাপ কিনছিলাম
দেওয়া হয় নাই তোমারে,
ভয়ে কিংবা সংকোচে ;
গোলাপ-টা শুকাইয়া গেছে, ঝইড়াও গেছে !
যত্ন কইরা রাইখা দিছি এখনো
ঠিক যেমন কইরা রাখছি তোমারে ।সম্পূর্ণ
হয়ত তোমারই অপেক্ষায়—
ইচ্ছে হয়নি শেখা দুই চাকার যান্ত্রিক যান
ঘুরে ফিরিনি রিকশার হুট তুলে শহর কিংবা গ্রাম । সম্পূর্ণ