তোমার লাইগা গোলাপ কিনছিলাম
দেওয়া হয় নাই তোমারে,
ভয়ে কিংবা সংকোচে ;

গোলাপ-টা শুকাইয়া গেছে, ঝইড়াও গেছে !
যত্ন কইরা রাইখা দিছি এখনো
ঠিক যেমন কইরা রাখছি তোমারে ।সম্পূর্ণ