কবিতাবিষয়কাব্যগ্রন্থ
সংগ্রামী নারীঅন্যান্য জীবনমুখী
Added by: সাইফুর রহমান শাওন
নারী
Added by: সাইফুর রহমান শাওন
বালিকা
Added by: সাইফুর রহমান শাওন
আমি ধর্ষিতা নারী
Added by: সাইফুর রহমান শাওন
প্রেমছন্দ
Added by: সাইফুর রহমান শাওন

আমি সংগ্রামী নারী সুর্যের ন্যায় আলো দিয়ে চলি,
সকল বেদনা দূরে রেখে হাসি মুখে কথা বলি।

আমি নিজ ভিটা-মাটি ছাড়িয়া অন্যের সংসার করি আলোকিত।
আমি সংগ্রামী নারী এতো সহজে হইনা ভীত।

আমি বটবৃক্ষর মতো উন্নত করিয়া শির,
আমি নারী আমি লড়াকু আমি মহা বীর।

সকাল থেকে সন্ধ্যা নিরলস করিয়া কর্ম,
আমি নারী আমি ভুলিনি নিজ নারী ধর্ম।

আমি সংগ্রামী আমি কখনো মাতৃরূপে মমতা ময়ী।
আমি নারী আমি সকল কর্মে হতে পারি জয়ী।

আমি নারী আমি যেমন সংসার সামলাতে পারি,
নিজ সম্মান রক্ষার্থে হতে পারি মহা সৈনিক অস্র ধারিনী।

আমি নারী আমি ভজিয়ে রাখতে পারি সকল বন্ধন,
আমার হাতেই গড়ে উঠে কতো নিয়ম কানুন শৃঙখল।

আমি নারী আমি দুর্গতিনাশিনী আমি শান্তির প্রতীক,
আমি নয়নে তর্জনী দিয়ে দেখিয়ে দিতে পারি কি ভূল কি সঠিক।

আমি নারী আমি অবহেলা সহ্য করে চলি শক্তি রাখিয়া মনে,
আমার ধারায় চেতনা জাগে অলিতে গলিতে জনে জনে।

আমি চাইলেই পারি এই মনে আসে যা,
আমি জানি লড়াই কিংবা পাঞ্জা।

আমি নারী আমায় দূর্বল ভাবা হবে ভুল,
আমি নারী আমি এই বিশ্বের সমতার ফুল।সম্পূর্ণ

~সাইফুর রহমান শাওন

বালিকা গ্রীষ্মের মাঠপাঠা রোধে যখন তুমি ঘামে ভিজে একাকার হয়ে যাবে,
আমি দক্ষিণের বাতাস হয়ে আসবো তোমার ধারে।।
বালিকা শ্রাবণের স্নিগ্ধ বিকালে যখন তুমি বৃষ্টিতে ভেজার অপেক্ষায় রবে,
আমি বৃষ্টি হয়ে নামবো ধরার বুকে।
বালিকা বসন্তের ফুল ঝড়া দুপুরে যখন তোমার খুব করে মন খারাপ হবে
আমি কোকিল রূপে আসবো তোমায় গান শুনাতে।
বালিকা শীতের সকালে তুমি শিশির ভেজা ঘাসে হাটবে বলে
আমি রাতে শিশির বিন্দু হয়ে বর্ষন হবো ঘাসের উপরে।।
বালিকা জীবন যুদ্ধে যখন তোমার পাশে কেও থাকবেনা,
আমি থাকবো তোমার ঢাল হয়ে।।
বালিকা যখন আঘাত পেয়ে তোমার চোখ হতে অশ্রুপাত হবে,
মুছে দিবো সেই নোনা পানি আমার বুকে জড়িয়ে ধরে।।
বালিকা রেললাইন এক প্রান্তের উপর দিয়ে হাটবে বলে,
আমি হাত বাড়িয়ে দিবো অপর প্রান্ত থেকে।।
বালিকা তোমার ওই বাকা ঠোঁটের টোল পড়া মিষ্টি হাসি দেখবো বলে,
অপেক্ষায় রব প্রতি দিন প্রতি পহরে।।
বালিকা তোমায় ভালো বেসে যাবো
জীবনের অন্তীম প্রহরেও।সম্পূর্ণ

আমি ধর্ষিতা নারী

লেখকঃ সাইফুর রহমান শাওন

আমি এক ধর্ষিতা নারী
সমাজের চোখে কলংকিনি
আমি আজ কারো মা নয় বোন নয় মেয়ে নয়
ধর্ষিতা আমি শুধু আমার এটাই পরিচয়
নারী হয়ে জন্ম নিয়েছি সমাজে চলতে করতাম ভয়
পর্দা করা সত্বেও হলাম আমি পরাজয়।।
হাতে পায়ে ধরার পরে দিলোনা মোরে রেহায় করে ছিলাম কতো আত্ম চিৎকার
জানাই তোমাদের পুরুষত্বের উপর ধিক্কার।।
যেই নারীর নিয়েছো মান দিয়েছো পরিচয় ধর্ষিতা নামে
সেই নারীকে কেও ডাকতো মা বোন মেয়ে বলে।
যেই নারীর দেহ হতে জন্ম নিয়ে করো তুমি ভূ-ধর্ষন
সেই নারীকেই তুমি কিভাবে কলংক দিয়ে করো ধর্ষন।।
যতদিন হবেনা বিবেক হবেনা দৃষ্টি ভঙ্গির পরিবর্তন
আইন দিয়ে যাবেনা বন্ধকরা এই দেশে ধর্ষন।।
নারী হয়ে জন্ম নিয়েছি কথা বললে অন্যায় প্রতিবাদ করলে অপয়া অপবাদকারী
আর ছেলে হলে সে সমজ কল্যান কারী।।
জাগাও বিবেক থামিয়ে দাও নারীর দিগে নোংরা লোভের থাবা
একদিন তুমি ও হবে কোনো নারীর বাবা।।
আমি ধর্ষিতা নারী পাবো না জানি এই দুনিয়ায় বিচার।।
খোদার দরবারে অবশ্যই হবে আমার প্রতি অন্যায়ের ন্যায়বিচার।।সম্পূর্ণ

কোনো এক বৃষ্টি ময় দিনে,
তুমি কি আমার বৃষ্টি ভেজার সঙ্গী হবে ??
কোনো এক নিস্তব্ধ বিকেলে,
তুমি কি ঘুরতে যাবে আমার ভাঙ্গা সাইকেলে চড়ে??
কোনো এক সূর্য ডুবা সন্ধ্যায়,
তুমি কি আমার কাধে মাথা রেখে জড়িয়ে ধরবে বাহু দুটো শক্ত করে??
কোনো এক শীতের সকালে,
তুমি কি হাটতে যাবে এক চাদরে দুজন মিলে??
কোনো এক ফাগুনে,
তুমি কি সাজবে নতুন সাজে নীল,হলুদ শাড়ী পরে চোখে হালকা কাজল মেখে ??
কোনো এক বর্ষায় ডুবে যাওয়া খাল- বিল দিয়ে,
তুমি কি যাবে পা ভিজিয়ে আমার সাথে নৌকা করে??
কোনো এক গ্রীষ্মে,
তুমি কি আমার ঘাম মুছে দিবে তোমার আঁচল দিয়ে??
কোনো এক বসন্তের দুপুরে,
তুমি কি গান শুনাবে আমায় কদম গাছের ডালে বসে কোকিলের কন্ঠে??
কোনো এক শুভক্ষনে,
তুমি কি আসবে আমার বধু সেজে??
প্রতিদিন বলবে ভালোবাসি খুব শক্ত করে জড়িয়ে ধরে??

~শাওনシ,সম্পূর্ণ