অভিমানী ঝড়
2023-02-03
নিঝুম রাত্রি, কেউ কোথাও আর জেগে নেই
রাস্তার একটা কুকুর ডাকতে ডাকতে
ঘুমিয়ে পড়েছে এই একটু আগে,
গুটি কয়েক ঝিঁঝি পোকা ডেকে চলেছে এক নাগাড়ে,
দুটি জোনাকি ঘরের এদিক থেকে ওদিক ছুটে চলেছে শুধু
হে অভিমানী ঝড়, তুমি কার ঘরে শুয়ে আছ এখন
আমাকে তোলপাড় করে ।সম্পূর্ণ
প্রস্তাবনা
2023-02-03
প্রত্যাখ্যান করো,
আমাকে গ্রহণ করলে নিভে যাবে ঘরের আলো, চারদেওয়ালের মাঝে
শুধু নাভিশ্বাস
বেদনার করাঘাত প্রতি রাত্রি দিন ।সম্পূর্ণ