কবিতাবিষয়কাব্যগ্রন্থ
মুনাজাত
Added by: জয় পাটোয়ারী জুন্নুন
জীবন প্রদীপ
Added by: জয় পাটোয়ারী জুন্নুন
রাজার কথন
Added by: জয় পাটোয়ারী জুন্নুন
নিবেদিত প্রেম
Added by: জয় পাটোয়ারী জুন্নুন
বাবা
Added by: জয় পাটোয়ারী জুন্নুন
গরিবেই মনের রাজা
Added by: জয় পাটোয়ারী জুন্নুন

কিচির মিচির পাখির ডাকে
কাটছে মধুর ভোর,
মুহাজ্জিনের আজান শুনে
ভাঙলো ঘুমের ঘোর।

মুনাজাত করবো এই আমি
উর্ধ্বে তুলে হাত,
মনের ব্যথা যতো আছে
ভুলি যেনো সাথ।সম্পূর্ণ

জীবন প্রদীপ নিভে গেলে
যাবে অসীম দেশ,
দুনিয়াতে এ ভেবো না
এইতো আছি বেশ।
সকল স্মৃতি ভুলে দিয়ে
জীবন হবে গুম!
কবর মাঝে শুয়ে শুয়ে
দিও শান্তির ঘুম।সম্পূর্ণ

ঋণ বা দেশ কোষাগার ফাঁকা
সেটা নয় কথা,
আমরাই রাজা যদিন বাঁচি
এটাই তো প্রথা।

দম আছে কার? তোলে আঙ্গুল
মোদের এই দিকে,
ভাবো একবার জীবনটা তার
থাকবে কি টিকে?সম্পূর্ণ

কবিতার ছলে পাঠালাম খুলে
নিবেদিত মোর প্রেম,
মনের বাসনা ফিরিয়ে দিয়োনা
যেন এক কথা ফ্রেম।
কাছে বড়জোড় ডেকে নিস তোর
বাসি তোরে খুব ভালো,
অখিল সাজাবো গহিনে রাখিবো
জ্বলে মনে সুখ আলো।সম্পূর্ণ

অঝোরে মন কেঁদে ওঠে
ভাবলে তোমার কথা,
বাবা বৃক্ষ হারায় যাদের
তারাই বোঝে ব্যথা!

ছোটবেলায় শিখিয়েছো
তুমি ধরেছ হাত,
কথা দিলাম শেষ জীবনে
রইবো তোমারই সাথ।সম্পূর্ণ

নতুন মিশন আধুনিক সব
গরিব হচ্ছে বেকার,
আজব ভুবন সব পাল্টাচ্ছে
খবর লয়যে কে কার?

এই নীড়ে আমিও রাজা
বৃষ্টি এলো ঝুম,
সব ভুলে তাই খুশি মনে
দিলাম শান্তির ঘুম!!সম্পূর্ণ