রাত তিনটের সনেট – ২
এ নয় তোমার জন্য । শুধু বই আজও আছে খোলা ।যারা হাসে, মন্ত্র পড়ে, টুংটাংসম্পূর্ণ
এ নয় তোমার জন্য । শুধু বই আজও আছে খোলা ।যারা হাসে, মন্ত্র পড়ে, টুংটাংসম্পূর্ণ
এসো, ভুলে যাও তোমার সব ভাবনা, তোমার টাকার ভাবনা, স্বাস্থের ভাবনা, এর পর কী হবে, এরসম্পূর্ণ
এমন দিনে তারে বলা যায়,আজকের মতো এই বর্ষার দিনে । কিন্তু বলবার কিছু নেই যেসম্পূর্ণ
ছিলো না বনের মৃগ, ঘাস, ফুল মেঘের গহ্বরেরঙিন আলোর খেলা । এমনকি, বালক ছিলে নাসম্পূর্ণ
সোনালি আপেল, তুমি কেন আছ ? চুমো খাওয়া হাসির কৌটোয়দাঁতের আভায় জ্বলা লাল ঠোঁটে বাতাসসম্পূর্ণ
পৃথিবীর শেষ সীমা যেইখানে, চারিদিকে খালি আকাশ ফাঁকা,আকাশের মুখে ঘুরে-ঘুরে যায় হাজার-হাজার তারার চাকা,যোজনের পরসম্পূর্ণ
শুধু তা-ই পবিত্র, যা ব্যক্তিগত । গভীর সন্ধ্যায়নরম, আচ্ছন্ন আলো ; হলদে-ম্লান বইয়ের পাতারলুকোনো নক্ষত্রসম্পূর্ণ