কবিতাতোমরা প্রেমিকের দেয়া উপহারগুলো কি করো?
কবিনিয়াজ মাহমুদ
বিষয়প্রেম, বিরহ
4.5/5 - (2 votes)

তোমরা প্রেমিকের দেয়া উপহারগুলো কি করো?
যখন তোমরা তাঁকে ছেড়ে চলে আসো?
স্নিগ্ধ-লাল গোলাপের শুকিয়ে যাওয়া পাপড়িগুলো..
ফেলে দাও?
উদ্বেগ আর ভালোবাসা মিশ্রিত কবিতাগুলো
লাল-নীল কাগজ
মোটা খামের ভিতরের কবিতাগুলো কি করো?
আয়না-লিপস্টিক-চুড়ি-কানের দুলগুলো
কোথায় রাখো?
তোমরা কি পরে সেগুলো বের করে আবার দেখ?
কতবার দেখ? কেন দেখ?

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments