বাংলা কবিতা, মেটামরফোসিস কবিতা, কবি মার্সেলিন কুইয়া - কবিতা অঞ্চল
কবিতামেটামরফোসিস
কবিমার্সেলিন কুইয়া
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
লিখার সময়পৌষ, ১৪২৭
4.2/5 - (10 votes)

আমি খুব সম্ভবত পোকা হয়ে যাচ্ছি।
রাস্তায় নামা মাত্রই বিপরীত থেকে ছুটে আসা ট্রাকের হেডলাইট বরাবর এগিয়ে যাচ্ছি কি দারুণ সম্মোহনে!
আমি খুব সম্ভবত পোকা হয়ে যাচ্ছি।
মনুষ্য জন্মের সমস্ত পাপের বোঝা কাঁধে তুলে নিয়ে চলে যাচ্ছি-
কিছুক্ষণ বাদেই গজিয়ে উঠবে অবশিষ্ট চার বাহু!
মনুষ্য খোলস ছেড়ে খুব শীঘ্রই,
আমি পোকা হয়ে যাবো।
আমার চেহারাটা তেলাপোকার সাথে দিব্যি খাপ খেয়ে যায়!
মেটামরফোসিস এর পর,
আমার ডানা জন্মাবে কিনা জানিনা!
তবে, আমি আলোর দিকে হেঁটে যাবো।
হেঁটে যাবো দৌড়ে যাবো কিংবা উড়ে যাবো
মধ্যরাতের বিপরীত থেকে ছুটে আসা ট্রাক-লরির হেডলাইটে!
আমি আমৃত্যুই আমায় ঘৃণা করি-
আমার মুখ ঘৃণা করি
আমার হাত পা উদর সমস্তটা!
এবার, আমি খুব সম্ভবত পোকা হয়ে যাচ্ছি।
খুব শীঘ্রই ছেড়ে যাচ্ছি তোমাদের মনুষ্য অবাধ্য কবিতা যাপন!
আমি হেঁটে যাবো খুব শীঘ্রই হেডলাইটে আর উইনশীল্ডে!
কিংবা আজ রাতেই!
উফফফ!
মাথা ছিড়ে যাচ্ছে দুদিকেই-
কপাল ফুড়ে এবার বেরিয়ে পড়বে এন্টেনা।
চোখ ব্যথা করছে,
ক্যানসার টিস্যুর প্রলিফারেশনের মতো সেখানে জন্মে যাবে পুঞ্জাক্ষী!
আমি পোকা হয়ে যাচ্ছি।
আমি স্রেফ একটা পোকা হয়ে যাচ্ছি।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments