কবিতাচোখের জল
কবিলতিফুর রহমান প্রামানিক
উৎসর্গপ্রিয় কেউ
লিখার স্থানবাড়িতে
লিখার সময়৯/৪/১৯
5/5 - (2 votes)

 

আমি কেঁদেছি নীরবে নীরবে,
ভিতর আমার দুমড়ে গেছে।
ভিতর যখন মরুভূমি,
চোখের জল কি উথলে ওঠে?

নারী বলেই সে ঝরাতে জানে
চোখের ভিতর তার জলোচ্ছ্বাস।
অস্রু তাই উথলে ওঠে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments