কবিতাকবিতার মালি
কবিইসহাক মাহমুদ
বিষয়অন্যান্য, জীবনমুখী, রূপক
উৎসর্গপৃথিবীর প্রথম কবি এনহেদুয়েন্না'কে৷
লিখার সময়০৭ এপ্রিল, ২০২৩
Review This Poem

এর আগে কেউ ছিলো কিংবা তারও আগে?
যে দেখিয়েছিল পথ সেই পথের শপথ,
হে মহীয়সী নারী—
কে জানতো দেবো তোমারই পথে পাড়ি!
কবিতা তোমাকেই কেনো প্রথম করলো গ্রাস?
কৌতূহল থেকে যাবে আমার বারোমাস।
ইশ………….
যাদের চোখের বিষ; অথবা বিষাক্ত ঐ কালি,
জানো কী আদৌ চিরবিস্ময় তুমি— কবিতার মালি।

বলে যাই— শুনো অরণ্য,ভূমি,ধূসর বালুচর
দেবদারু গাছ হয়ে জন্মাবো তোমার উপর।
বলে যাই— শুনো সাগর,নদী,পাহাড়
আমি মানুষের দলে থাকতে চাওয়া তীব্র হাহাকার।
বলে যাই— শুনো চিল,শকুন,কাকের দল
হবো না আর কখনো তোমাদের আহার মাংসের বদল।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments