বাংলা কবিতা, হন্তারক সময়ের গান কবিতা, কবি ইবনে শামস - কবিতা অঞ্চল
কবিতাহন্তারক সময়ের গান
কবিইবনে শামস
কাব্যগ্রন্থঅন্তর্গত অসুখ
Review This Poem

শিয়রে ছুঁড়ে দেয়া অলৌকিক চুম্বন- খননে ঢুকে পড়ছে
গভীর থেকে গভীরে
শিকড় থেকে শিকড়ে;
উন্মাতাল সময়ের বুকে বাঁধে শুদ্ধতার লড়াই।

মেহেদী গাছ থেকে নিয়ে যাও দুঃখ; দুঃখে রাঙাও হাত ও মনন
মানুষ হয়েছি বলেই কি আমার দুঃখে রাঙেনা তোমার জীবন?

রাত হলে আরো বেশী বিষণ্ণতা আঁধারের মতো নামে হৃদে
অক্ষিকোটরে আগুন জ্বালালে আয়ু কমে সম্পর্কের তাই পরম যত্নে তারে রেখেছি শীতল; তবু চোখ পুড়ে যায়; পুড়ে পুড়ে উড়ে যায় নদীর ধারে৷ ভেবে রেখেছি, আমাদের দেখা হোক নদীর ধারে; বসে পা ভিজাবো জলে; তুমি গাইবে ‘হঠাৎ যদি সন্ধ্যে, তোমার দেখা আমার সঙ্গে’, গাইতে গাইতে মাথা রেখো কাঁধে; আমি প্রথম ও শেষবারের মতো তোমার কানে কানে ঢেলে দিবো আমার সমস্ত জীবনের আয়ুর গণিত।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments