কবিতাআলোর দিশা
কবিহাকিকুর রহমান
কাব্যগ্রন্থকবিদের কবিতা
3.3/5 - (3 votes)

অন্ধকারে পথ চলা তাই
আলোর দিশা খুঁজি
ভাবনাগুলো পিছু টানে
গতিপথ যায় অন্যখানে
তবুও চলি পায়ে পায়ে
বুঝি আর না বুঝি।

পথটাতো আর যায়না চেনা
সবই যেনো লাগে অচেনা
এপথ ওপথ ঘুরেও তবু
চলতে আমি রাজি।

এই আঁধার কাটবে কবে
আলোর দেখা পাবো তবে
পথটি পার হতেই হবে
জীবন রেখে বাজি।

 

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments