কবিতাঅকর্মার ঢেঁকি
কবিহাকিকুর রহমান
কাব্যগ্রন্থবিরহের অন্তর্দাহ
3/5 - (2 votes)

উনুনের ধাঁরে আছে কাঠের গাদা-
তাদেরে দিয়েই হবে আজকের রাঁধা।
চব্য-চোষ্য-লেহ্য-পেয়,
প্রীত হইবে ভক্ষণে তাহা সহজেই অনুমেয়।
দহনে-জ্বলনে তারা নিবেদিত প্রাণ,
ইহাই জগতে তাদের উত্তম পরিত্রাণ।
এভাবেই উনুনে তারা দিনমান জ্বলে,
তাদের আত্মোৎসর্গ যায়না বিফলে।

পাশেতে রয়েছে পড়ে এক চেলাকাঠ,
সে অন্য রকম তাই কিযে তার ঠাট।
পরিহাস করিয়া কহে, দেখেছিস্ তোরা,
রয়েছি অক্ষত হেথা কেমন আনকোরা।
পড়িল চোখ তাহে গৃহিনীর একদিন,
হঠাৎ করিল সে যে মুখটা মলিন।
কহে, ওরে চেলাকাঠ, কোন কাজের নও,
আমার হেসেল হতে তুমি দূর হও।

উঠানেতে ছুড়ে তারে দিলো ফেলিয়া,
কাঠের গাদার কাঠেরা দেখে চোখ মেলিয়া!
পিঁপড়া বাঁধিল বাসা, উইপোকে খায়,
একাকী রহিল পড়ে, বড্ড অসহায়।
হলে কাজে বড় না হয়ে কথাতে বড়,
একদিন আসিবেই যবে, বেগতিকে পড়।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments