কবিতাশীত বিলাস
কবিফারহান নূর শান্ত
বিষয়প্রকৃতি, প্রেম, রূপক
লিখার স্থানময়মনসিংহ
লিখার সময়১৩ জুলাই ২০২০
1/5 - (1 vote)

হাত জোড়া ভীষণ চাইছে তোকে
জ্বরে উষ্ণতা ঢেকেছে গাল

ফের হাঁটতে যাবো আমরা দু’জন
যে উষ্ণতায় নাম লেখায় শীতকাল।

ঘুম জড়ানো কন্ঠে তোর, মাদকতা যেন
ওপাশে উষ্ণ নিশ্বাস

চাদরের সাথে সখ্যতা মোদের, তেমনি
ভোর বেলায় কুয়াশা ছড়াবে আকাশ।

ক্রমশ আমরা হেঁটে যাবো,
তুমি আঁকড়ে নেবে মোরে বক্ষে

খুব আরামে জড়াইবোও আমি
দেখবে তুমি, স্বচোক্ষে।

এ’বেলাতে বৃষ্টির জ্বরে সেড়ে ওঠো,
গালের উষ্ণতায় শীত ফিরে আসে

আমাদের নিবিড় ঠোঁট ছোয়াবো চা’য়ের কাপে,
ফের ভোর বেলার শীত বিলাসে।

© Farhan Noor Shanto

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments