কবিতাকিচ্ছু ছিলো না
কবিফারহান নূর শান্ত
5/5 - (1 vote)

কিচ্ছু ছিলো না সে জানে
সে জানে!
মুঠো খুলে হাত,
একলা রাতের বরাত।
দূরে ভেজা পড়ে আছে
বৃষ্টি মাখা কাপ।
বৃষ্টির কাছে ভিজতে চাওয়া
সে যেন মিষ্টি পাপ।

কিচ্ছু ছিলো না সে জানে
সে জানে!
মুঠো ভরা যদি
হাতের পাশে বয়ে চলা নদী।
দূরে ভেসে যায় কাগজের নৌকো
ভাসানের কথা নিয়ে
নদী গিয়ে মেশে সাগরে
পায় পূর্ণতা, নোনাজল ছুয়ে।

কিচ্ছু ছিলো না সে জানে
সে জানে!
মুঠোয় জড়ানো জীবন
বিশ্বাস,ভরসা সে’তো বেশ ওজন।
আমাদের ছুটে চলা লক্ষ্য
গন্তব্যের সীমারেখায়
হৃদ স্পন্দন থেমে গেলে
দেহ অচল,গন্তব্য একলা পড়ে রয়।

কিচ্ছু ছিলো না সে জানে
সে জানে!
মুঠো খুলে দিলে তবে
তখন’ই হাতবন্দি করা কিছু পাবে।
যা যপেছিলে তুমি
চেষ্টা, সাধনায় অর্জিত হবে সবিতা
মানুষ অপূর্ণতা বইতে না চায়
আসলে, অপূর্ণতা’ই প্রকৃতপক্ষে পূর্ণতা।

© Farhan Noor Shanto

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments