বাংলা কবিতা, প্রাক্তন কবিতা, কবি ফয়সাল আহমেদ - কবিতা অঞ্চল
কবিতাপ্রাক্তন
কবিফয়সাল আহমেদ
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
বিষয়বিরহ
লিখার স্থানসাভার, ঢাকা
লিখার সময়৩০ এপ্রিল, ২০২০, বিকাল
3.3/5 - (3 votes)

ধরো এক বসন্তের বিকেলে
এক গুচ্ছ গোলাপ হাতে,
দাঁড়িয়ে আছি অন্য কারো অপেক্ষায়
হঠাৎ তোমার সাথে দেখা ১৪নং গলির মাথায়।

আমি বলবোনা সেগুলো ছিলো অন্যকারো
বরং হুট করেই বলে দিবো এই নাও তোমার জন্য,
তুমি অবাক হয়ে তাকিয়ে থাকবে
আমি বলবো আমি জানতাম তুমি এ পথ দিয়েই যাবে।

জানি তুমি বিশ্বাস করবেনা
আমি হয়তো সে চেষ্টাও করবোনা,
শুধু বলবো আজও ভালোবাসি
জানি আর হবেনা কাছে আসাআসি।

আমি জড়বস্তুর মতো রইবো দাঁড়িয়ে
ভীরের মাঝে তুমি যাবে হারিয়ে,
আমি অশ্রু চোখে রইবো তাকিয়ে
জনমানবের ভীড় এড়িয়ে।

এরপর!
এরপর যার জন্য এসেছিলাম
তার আসার সময় হবে,
এসে হয়তো ক্ষমা চাইবে
দেরি হয়ে গেছে এই বলে।

আমি তাকে আজ বকবোনা
আদর করে প্রিয় বলে ডাকবোনা,
বলবো মাঝেমধ্যে দেরি করেই এসো না হয়
অপেক্ষার মাঝেও কত সুখ পড়ে রয়।

Share
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
sribash mukharji
1 year ago

হুম,সত্তিই্‌,যদিও আমার ব্যাপারে অন্য রকম।আমি অপেক্ষার সময়টা খুব উপভোগ করি।