কবিতামৃত্যুফুল
কবিদালান জাহান
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
বিষয়মৃত্যু
সম্পৃক্ততাসমসাময়িক
লিখার স্থানঢাকা, শাহীনবাগ
লিখার সময়২২.০৫.২১ রাত ১১০০
3.7/5 - (4 votes)

প্রিয় রাজহাঁস
তোমার ডানা মাখা সাদা গন্ধ কেমন
দিনে দিন লাল হয়ে যাচ্ছে।

প্রিয় রাজহাঁস
সমস্ত শোক উৎসব ছেড়ে
আমরা দাঁড়িয়েছি আজ হলুদ আকাশের নিচে
সেখানে দেখেছি সোনালী বর্ণের মিথ্যার মাথা
আশীর্বাদ আর অভিশাপের নদীতে ভাগ হয়ে
পৌঁছে যাচ্ছে জগতের প্রতিটি কোণায়
প্রতিটি ঘরে।

প্রিয় রাজহাঁস
শুধু হাহাকার আর শুধু কান্না নিয়ে
আমাদের দিকে তেড়ে আসছে
সবুজ-সবুজ অবুঝ শিশু
সূর্য তাদেরকে বলে দিয়েছে
মৃত্যুর চেয়ে সুন্দর কোন ফুল
আজ আর পৃথিবীতে নেই।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments