নীল ডায়েরির পাতা
আমার কালো রাত
লিখে দিয়ে গেছে।
আমি হারিয়ে হারিয়ে
পেয়েছি তো কিছু
স্মৃতির চাদরে মোড়া অতীত।
মনের খাতা ভরা উপন্যাস
শুধু বলে গেছে
বর্ষার ঝরে যাওয়া বৃষ্টি হয়ে।সম্পূর্ণ

আমার এই মৃত্যুর শহরে
তোমাকে নিয়ে যতবার ভাবি
ঠিক ততবার আমি মৃত্যুর মুখোমুখি।
তোমাকে নিয়ে এ পৃথিবীর যত প্রেম
ঠিক তার চেয়ে ঢের বেশি সান্ত্বনায় ভরা।।

সম্পূর্ণ

আমি তো দেখছি
কত তারা আকাশে জ্বলছে
কভু নিভছে;
আমি তো দেখিনি
ঝরে যাওয়া জীবন ডায়েরির পাতা।
আমি অনুভবে খুঁজেছি তোমারে
তোমাকেই ভালোবেসে।সম্পূর্ণ

আকাশে নিঝুম তারা জ্বলছে যখন
আমি থেমে, পৃথিবীর চেনা মুখে-
অজস্র নক্ষত্রের সমাবেশে একটি তারা
তখনও জ্বলছে মিটমিট করে।
যেই প্রেম-সেই নাম
নতুনেরা আসিয়াছে পুরানো হয়ে;
আমি জাগি – সে ও জাগে
জানিয়াছি আমি এক নিশ্চয়তা
পলকে পলকে আমাদের পিছুটানে,
বাহিরের আকাশ নীলসম্পূর্ণ